বাংলায় বেকারত্ব কমেছে দেশের বেকারত্ব বাড়লেও ’, মুখ্যমন্ত্রী এমনটাই বললেন টিটাগড় ওয়াগন্সের কোচ ফ্যাক্টরি থেকে
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন হিন্দমোটরও টিটাগড় ওয়াগন্সের কোচ ফ্যাক্টরির। মুখ্যমন্ত্রী ২৫ বছর পূর্ণ হওয়ার শুভেচ্ছা জানান । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন মেট্রো কোচের ফ্যাক্টরি হবে বাংলায়৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেশের বেকারত্ব যেখানে বেড়েছে আর বাংলার বেকারত্ব সেখানে কমেছে। রাজ্যে বিনিয়োগ হচ্ছে ১৫ লক্ষ কোটি টাকার বেশি ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান অনেক কাজ হয়েছে সামাজিক প্রকল্পেও।আর তাই জন্যেই দেশে যখন ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে রাজ্যে তখন বেকারত্ব কমেছে ৪৫ শতাংশ।৪ গুণ বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। ৫২১টি এসএমএসই ক্লাস্টার হয়েছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরকার কাজ না করলে বেকার ছেলেমেয়েরা কোথা থেকে চাকরি পাবে?
তিনি আরো বলেন বাম আমলে হিন্দুস্তান মোটরকে অনেক জমি দেওয়া হলেও কর্মসংস্থান করতে পারেনি তারা।তিনি জানান যে রাজ্যে নতুন ৫২টি কলেজ হয়েছে। শিল্পের জন্য, কর্মসংস্থানের জন্য সদাসচেষ্ট তার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়তরুণ প্রজন্মকে জানান নিজের জায়গা নিজে বুঝে নাও। কেউ যেন তার সুযোগ না নেয়।