বাংলায় যত জন করোনা অ্যাকটিভ, সুস্থও হয়েছেন প্রায় তত জনই! বেড়েছে ডিসচার্জ রেট – এমনটাই জানালো স্বাস্থ্য ভবন
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ফের বেড়ে হল ৪০৫। বুলেটিন বলছে, এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৪৯৪। ১০ জন মারা যাওয়ার পরে মোট ৪৮৫ জনের মৃত্যু হল।
কিন্তু এ সবের পাশাপাশিও অন্য এক আশার আলো দেখিয়েছে বুলেটিন। আর জানা গেছে ইতিমধ্যে ৪৩৪ জন সুস্থ হয়ে ওঠার পরে এ রাজ্যে মোট সেরে উঠেছেন ৫৪৯৪ জন! অন্য দিকে এই মুহূর্তে রাজ্যে করোনাভাইরাস অ্যাকটিভ আছে ৫৫১৫ জনের দেহে। অর্থাৎ সেরেও উঠেছেন অ্যাকটিভের প্রায় সমান সংখ্যক মানুষ। এর ফলে রাজ্যের ডিসচার্জ রেট বেড়ে দাঁড়ালো , ৪৭.৮ শতাংশ!
এপর্যন্ত ৯৫০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। মোট টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৩ হাজার ২৪২। এত বেশি টেস্টে আরও বেশি ধরা পড়বে আক্রান্তও, সে কথাই স্বাভাবিক। কিন্তু চিন্তার বিষয় হল, এই বৃদ্ধি বেশ চোখে পড়ার মতো কলকাতার বাইরেও অন্য জেলাগুলোতেও। জেলাভিত্তিক বৃদ্ধির সূচকে নজর রাখলেই স্পষ্ট হয়, গত কয়েক দিনে যে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরছেন বিভিন্ন রাজ্য থেকে, তাঁদের অনেকের মধ্যে উপসর্গ থাকার কারণেই হঠাৎ এতটা বেড়ে গেছে কোভিড পজিটিভের সংখ্যা।