” বাঘ একটাই রয়েল বেঙ্গল, ক্লাব একটাই ইস্ট বেঙ্গল ” এটাই স্লোগান আদ্যোপান্ত ইস্টবেঙ্গল সমর্থক দেবাশীষ ভট্টাচার্যের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আদ্যোপান্তই ইস্ট বেঙ্গলি তিনি। ইস্টবেঙ্গলের খেলা থাকলে গায়ে তার লাল হল জার্সি থাকবেই। আর ইস্টবেঙ্গল জিতলে সে তো বলাই বাহুল্য ইলিশ মাছ সবার পাতে উঠবে। আর যদি তা চির প্রতিদ্বন্দী মোহনবাগানের বিরুদ্ধে হয় ত কথাই নেই, এমনই মানুষ দেবাশীষ বাবু। ইস্টবেঙ্গল পাগল অন্ধ সমর্থক। যার বাড়ির রং ও লাল হলুদ। জানালেন ছোটবেলা থেকেই লাল হলুদ জার্সি আমার প্রাণ। আমি নিজে একজন আধ পন্ত ইস্টবেঙ্গল সমর্থক। আর ইস্ট বেঙ্গল যদি হেরে যায় তবে তার প্রভাব থেকে যায় আমার জীবনে অন্তত তিন দিন। কি জানি কি আছে ওই লাল হলুদের মধ্যে। দেবাশীষ বাবু মাঝে মাঝে একটা কথা বলেন ” বাঘ একটাই রয়েল বেঙ্গল আর ক্লাব একটাই ইস্টবেঙ্গল “। তিনি জানান বহু বছর ধরে ইস্টবেঙ্গল ট্রফি না পেতে পেতে আমার মনটাও কেমন যেন বিষাদে ভরে গেছে। দল ভালো খেললে সে দিনটাই আমার কাছে সোনার দিন হয়ে যায়। আর দল যদি খেলতে না পারে তবে আমার কষ্টের শেষ থাকেনা। দেবাশীষ বাবু জানালেন আমি ইস্টবেঙ্গলের খেলা প্রচুর দেখেছি। শিলিগুড়ি জলপাইগুড়িতে আমি এখন থাকি। এই দুই জায়গাকে ঘিরে ইস্টবেঙ্গলের ছোট ছোট স্বপ্ন আমি তৈরি করেছি। যার বাস্তব রূপায়ণ এসেছে কয়েকদিন আগে। আমার কাছে ইস্টবেঙ্গল ক্লাব হল একটা মন্দির, তাই ওই মন্দিরে যেতে গেলে যত বাধা-বিপত্তি আসুক না কেন আমি যাব। আর এর আগে বহু নামকরা খেলোয়াড় এসে খেলে গেছেন ইস্টবেঙ্গল ক্লাবে একটা সময় ছিল আমরা সব বন্ধুরা যারা ইস্টবেঙ্গলের সমর্থক দুপুর থেকেই তৈরি হয়ে যেতাম ইস্টবেঙ্গলের খেলা দেখতে যাব বলে। সেদিন থাকতো ছুটির মেজাজ। তখন এত আধুনিকতার যুগ ছিল না অনেক সময় অনেক কষ্ট করে মাঠে গেছি, অনেকের সাথে ঝগড়া করে গেছি, কিন্তু কোনদিনই ইস্টবেঙ্গল কে ছাড়িনি জানালেন দেবাশীস ভট্টাচাৰ্য।

তার কথায় আমার কাছে খেলা হলো একটা আলাদা জগত আর আমরা সবাই খেলোয়াড়। মাঠে এবং মাঠের বাইরে। তিনি জানালেন ইস্টবেঙ্গল এখনো জিতলে আমি বাড়িতে ইলিশ মাছ নিয়ে যাই। আর আমার স্ত্রী রাগারাগি করেন আমাকে নিয়ে। তবুও ইস্ট বেঙ্গলের প্রতি ভালোবাসা আমার এক চুলও কমেনি। আমার কাছে ইট ভাঙ্গা ক্লাব একটা মন্দির আর সেই মন্দিরে আমি যাবই। আগামী ১৮ তারিখ ডুরান্ড মোহনবাগান ইস্টবেঙ্গল এর খেলা আর সেই ম্যাচে ইস্টবেঙ্গল কে সমর্থন করতে কলকাতা যাচ্ছি আমি জানালেন দেবাশীষ ভট্টাচার্য। তিনি আরো জানালেন আমি এভাবে এগিয়ে যেতে চাই। বেঁচে থাকতে চাই একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে। লোকে আমাকে পাগল বলুক আর যাই বলুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *