বাড়ির একাংশ থেকে নির্গত হচ্ছে তেল , আজব ঘটনায় তোলপাড় এলাকায়
বেস্ট কলকাতা নিউজ : বাড়ির একাংশ থেকে বের হচ্ছে তেল। এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন পরিবারের সদস্য এলাকার অন্যান্য বাসিন্দারাও। এক, দু’দিন নয়… বছর খানেকেরও বেশি সময় ধরে এই ঘটনা ঘটে চলেছে। তবে এবার পরিস্থিতি আরও আশঙ্কার হওয়ায় ঘোর উদ্বেগে পরিবারটি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার। বিষয়টি স্থানীয় থানা, পুরসভায় লিখিত আকারে জানানো হয়েছে ওই পরিবারের তরফে। ONGC, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IIPC বিভাগেও খবর গিয়েছে।
রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। প্রায় ৫০ বছর ধরে এখানে বসবাস করছেন তাঁরা। আগে ছোট জায়গায় থাকলেও এবার বাড়ির একাংশ দিয়ে ক্রমশ তেল বেরোচ্ছে বলে দাবি তাঁদের। বিষয়টি জানতে পেরে নরেন্দ্রপুর থানা এলাকার ১২৩ ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যায় রাজপুর সোনারপুর পুরসভার একটি প্রতিনিধি দল। শীঘ্রই ওই বাড়িতে যাওয়ার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলেরও। ইতিমধ্যেই ওই বাড়ি থেকে বেরনো তেলের নমুনা সংগ্রহ করেছেন পুরসভার কর্মীরা। প্রাথমিকভাবে পুরসভার বিশেষজ্ঞরা মনে করছেন, ওই বাড়ি থেকে বেরনো তেল দাহ্য নয়। তবে এখনই এব্যাপারে বিশদে কিছু জানাতে পারেননি তাঁরা। ওই তেলের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা হবে। বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখবেন।
বাড়ির একাংশ থেকে তেল জাতীয় উপাদান বেরনোয় স্বভাবতই উদ্বেগে পরিবারটি। গৃহকর্তা রতন সরকার বলেন, “প্রায় ৫০ বছরের বাড়ি আমাদের। পুরসভার লোকজন বিষয়টি দেখে গিয়েছেন। চারিদিকে কালি হয়ে যাচ্ছে। তেল পড়ছে।”এদিকে তাঁর স্ত্রী শম্পা সরকার বলেন, “২০২৩ সালের মে মাসে বাড়িতে আমরা রং করাই। তখনই চোখে পড়েছিল বিষয়টি। তেল পড়ছিল বাড়ির ওই অংশটি দিয়ে। রং করানোর ২-৩ মাস পর বাড়ির বাম দিকের দেওয়াল পুরো কালো হয়ে যায়। গত দেড় বছরে বাড়ির বাম দিকের অংশের সেই তেল বাড়ির সামনেক দিকে এসে গিয়েছে। পুরো দেওয়াল জুড়ে কালি আর তেল। ফোঁটা কেটে কেটে তেল পড়ছে। থানা, পুরসভা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের চিঠি দিয়েছি।”