বাড়ি তৈরির অভিযোগ উঠলো পুকুর বুজিয়ে দিয়ে, আধিকারিকরা বচসায় জড়ালেন বাধা দিতে গেলে
বেস্ট কলকাতা নিউজ : সরকারি জমি দখল করে করা হয়েছিল বাড়ি। এমনকি বাড়ির জন্য পুকুরের একাংশ বুজে ফেলা হয়েছিল। এমন অভিযোগ পেতেই বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যশাহারে বিশাল পুলিশ নিয়ে অভিযান চালাল ব্লক ভূমি সংস্কার দফতর। অভিযানে গেলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা৷ পরে বিএলআরও অফিসের কর্মী ও পুলিশ টিনের বাড়ি ভেঙে সরিয়ে দেয়। এনিয়ে অভিযোগ দায়ের করতে চলছে বিএলআরও।

জানা গিয়েছে, যশাহার এলাকার বাসিন্দা জয় পাল ও তাঁর পরিবারের বিরুদ্ধেই অভিযোগ ছিল তাঁরা সরকারি জমিতে ঘর বানিয়েছেন। শুধুমাত্র ঘর তৈরি নয় সরকারি জায়গা জবরদখল করে রয়েছেন তাঁরা। এমনকি পাশেই থাকা একটি পুকুরের একাংশ মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন। যাতে করে ওই এলাকার দুর্গাপূজা ও রাসপূর্ণিমার প্রতিমা নিরঞ্জন করতে সমস্যা পড়তে হচ্ছিল গ্রামবাসীদের।
এনিয়ে সম্প্রতি এলাকাবাসী পুজো কমিটির তরফে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানানো হয়েছিল। এমন অভিযোগ পেতেই প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হয়। কিন্তু তাতেও কর্ণপাত করেননি বাড়ির মালিক। অবশেষে এদিন বিএলআরও রণেন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে পুলিশবাহিনী নিয়ে অভিযান চালানো হয় ওই এলাকায়।