বারাসত থেকে আরও ১ জন গ্রেফতার হল জেএমবি সদস্য সন্দেহে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা অপর একজনের খোঁজ পেলেন কলকাতার হরিদেবপুর থেকে ধৃত ৩ জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে। গ্রেফতার করা হয়েছে এমনকি লালু সেন ওরফে রহুল সেন ওরফে রাহুল কুমারকে।এসটিএফের সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত তিন জঙ্গির ভারতীয় পরিচয় পত্র বানিয়ে দেওয়ার কাজ করত এই ব্যক্তি। এর পাশাপাশি তাদের কাছে টাকা পৌঁছে দিত হুন্ডির মাধ্যমে। তাছাড়াও সে তাদের সাহায্য করত একাধিক উপায়ে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের আরও সন্দেহ ধৃত লালু ওরফে রহুল সেনের সঙ্গে অপর অভিযুক্ত সেলিম মুন্সির ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে বলেও। সেলিম বর্তমানে পলাতক৷
এই ঘটনায় কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নেশা কুমার বলেন, গতকাল রাতে লালু সেন ওরফে রাহুলকে গ্রেফতার করা হয় উত্তর ২৪ পরগনার বারাসত থেকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জাম এবং নকল পরিচয় পত্র তৈরি করার সামগ্রীও। তার কাছ থেকে হদিস মিলেছে এমনকি একাধিক ল্যাপটপ, পেনড্রাইভ, মোবাইল ফোন এবং বেশ কিছু বাংলাদেশি সিম কার্ডেরও। বারাসত থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত কাছে হওয়ায় সেখানেই সে গা ঢাকা দিয়েছিল। পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে, জেএমবি শীর্ষ নেতা আল আমিনের সঙ্গে কলকাতা থেকে ধৃত তিন জঙ্গির নিয়মিত যোগাযোগ ছিল। গোয়েন্দারা এমনকি এও মনে করছেন, পশ্চিমবঙ্গে স্লিপার সেল পুনরায় সক্রিয় করাই ধৃত জঙ্গিদের মূল উদ্দেশ্য ছিল৷