বালুরঘাটের ভূমি দপ্তরে চালান দুর্নীতি, দুই সরকারি কর্মীকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : বালুরঘাটে বিএলআরও অফিসে চালান দুর্নীতির ঘটনায় এবার অফিসেরই দুই সরকারি কর্মীকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, একজন অফিসের আপার ডিভিশন ক্লার্ক পার্থ দাস, অন্যজন সরকারি আমিন বিষ্ণু বর্ধন মাহাতো। ওই দু’জনের বিরুদ্ধে চালান বিকৃত করে সরকারি টাকা হাতানোর অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করার পরেই বালুরঘাট থানার পুলিশ তাঁদের বুধবার অফিস থেকে গ্রেফতার করে। জানা গেছে , চালান অনুসারে যে অর্থ জমা হওয়ার কথা, তা করা হতো না। চালান বিকৃত করে অধিকাংশ টাকা গায়েব করে দিতেন অভিযুক্তরা। সেই ঘটনা সামনে আসে গত জুলাই মাসে। এরপরেই বিএলআরও বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তখন পুলিশ অফিসের বাইরের এক লিঙ্কম্যানকে গ্রেফতার করেছিল। এবার অফিসের দুইকর্মী জালে পড়েছে। ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, এই ঘটনায় মোট তিনজন গ্রেফতার হয়েছে। আরও কেউ যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

পুলিস সূত্রে খবর, জমির মিউটেশন, পুকুর, জমি এবং অন্য বিষয়ে রাজস্ব, জরিমানার টাকা বিএলআরও অফিসে নির্দিষ্ট পোর্টালে জমা করতে হয়। অফিস চত্বরে মুহুরিদের মাধ্যমে সেই টাকা দিতেন অনেকে। দেখা গিয়েছে, জমা দেওয়ার নির্দিষ্ট অর্থ ওই সরকারি পোর্টালে জমা দেওয়া হয়নি। বরং তার চেয়ে অনেক কম অর্থ জমা করে লিঙ্কম্যানরা পকেটে ভরেছে। এর সবটাই হতো চালান বিকৃত করে। এমন প্রায় ৩৫টি চালান ধরেছেন তদন্তকারীরা। লোপাটের অংক চার লক্ষ টাকারও বেশি। ওই দুর্নীতিতে সরকারি অফিসের একাংশের যোগসূত্র পাওয়া যায়। গত জুলাইয়ে বালুরঘাটের বিএলআরও রণেন্দ্রনাথ মণ্ডল এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত আগস্টে নবান্নের একটি টিম বালুরঘাট বিএলআর অফিসে টানা কয়েকদিন ধরে অডিট করেছিল। গরমিল ধরা পড়ায় এরপর এক লিঙ্কম্যানকে গ্রেফতার করা হয়েছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে,ধৃতরা লিঙ্কম্যানের মাধ্যমে দুর্নীতিতে যুক্ত হয়েছিল বলে।