বিগত কয়েক বছর ধরে সমাজসেবা করে যাচ্ছেন রাজু দাস, সাথে করছেন দুর্গাপুজোও
নিজস্ব সংবাদদাতা: রাজু দাস, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ গত কয়েক বছর ধরে যিনি সফলভাবে তার দায়িত্ব পালন করছেন। সাথে করছেন সমাজসেবা। মানুষকে খাওয়ানো, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এবং তাদের আর্থিকভাবে সহযোগিতা করা, যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে রাজু দাসের কাছে। তিনি নিজেই জানালেন অপপোট ভাবে ওদের আশীর্বাদ এইতো আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। তাই ওদেরকে ভুলে যাব কি করে? আমি বিশ্বাস করে মানুষের সেবা করলে ভগবানের সেবা করা হয়। তাছাড়া পুজোতে প্রত্যেক মানুষের একটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকে। সেটা গরিব বড়লোক সবার মধ্যেই থাকে। আমি চাই সবার জন্য থাকতে। এবং সবার পাশে দাঁড়াতে। সারা বছরে আমি গণেশ পুজো করি, দূর্গা পূজা করি এবং জগদ্ধাত্রী পূজা করি, এর পাশাপাশি মানুষকে খাওয়ানোর ব্যাপারটা তো আছেই। পুজোর মাধ্যম দিয়ে কত কিছু হয় কত মানুষের উপকার হয়, না ভাবলে বিশ্বাস করা যায় না।
তিনি আরও বলেন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাই কোন কিছুকে ভয় পাই না, মানুষকে সাহায্য করতে গিয়ে যদি মানুষের পাশে নাই দাঁড়াতে পারলাম তবে কি লাভ? রাজু দাসের অকপট যুক্তি আমি নিজে যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। তাই সবার আগে আমার নিজেকে ঠিক করা প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এবং মানুষের সাথে থাকেন এবং আমিও চেষ্টা করি সেটা করার। রাজু দাস এও জানান আমি তৃণমূল কংগ্রেস করি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সৈনিক। যিনি তার প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষের উন্নতি করবার চেষ্টা করছেন। আজকে আমার সবচাইতে বড় কাজ হলো মানুষের সেবা করা, তৃণমূল কংগ্রেসের যেটা মূল লক্ষ্য। আর সেটাই আমি করে যেতে চাই , জানান তৃণমূল কংগ্রেসের সৈনিক রাজু দাস।