বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর চরম অত্যাচার, প্রতিবাদ জানিয়ে বাগডোগরা থানায় বিক্ষোভ দেখাল কংগ্রেস কর্মীরা
বাগডোগরা : বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে বাগডোগরা থানায় বিক্ষোভ দেখাল কংগ্রেস কর্মীরা। এদিন নকশালবাড়ি ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা আপার বাগডোগরার পানিঘাটা মোড় থেকে মিছিল করে থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে।ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের পাশাপাশি মোট ৫ দফা দাবিতেও এদিন তুমুল বিক্ষোভ দেখায় কংগ্রেস ।এদিন কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা কংগ্রেসের আহ্বায়ক অমিতাভ সরকার অভিযোগ করেন , কংগ্রেস শাসিত রাজ্যে বাঙালিরা নির্দ্বিধায় কাজ করছেন। তবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশী তকমা লাগিয়ে চরম অত্যাচার চলছে । এছাড়াও এদিন এলাকার একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়।

এদিন কংগ্রেসের তরফ থেকে আরোও জানানো হয় এরপরেও যদি সারা দেশ জুড়ে বিজেপির অত্যাচার বন্ধ না হয় তবে কংগ্রেস দেশ জুড়ে ব্যাপক আন্দোলন শুরু করবে। এদিন কংগ্রেসের যুব সমর্থকরা এও জানান ভারতবর্ষকে সম্পূর্ণ এক ভুল পথে পরিচালিত করছে বিজেপি। এখনই যদি এটা বন্ধ না করা যায় ১৪০ কোটি দেশবাসী একদিন না একদিন চরম বিপদে পড়বে।