বিতর্ক যাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায় , নিজের ওয়ার্ডে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন সেই দিলীপ বর্মন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি, কখনো মেয়র এর সাথে, কখনো ডেপুটি মেয়রের সাথে, আবার কখনো পাপিয়া ঘোষের সাথে। আবার ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন এক মহিলা এবং বিশেষভাবে সক্ষম এক যুবকের সাথে। সেই দিলীপ বর্মনের বৈচিত্র সত্যি দেখবার মতন। এদিন নিজের ওয়ার্ডে এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন সেই তিনিই , তাকে দেখে বোঝাই যায় না বিতর্ক তাকে ঘিরে থাকে সবসময়। এদিন মাঠে অনেকটাই স্বাভাবিকভাবে চলছেন তিনি , বোঝাই যায়নি চারিদিকে এত বিতর্ক তার সাথে। এদিন ফুটবলারদের সাথে হাত মেলান তিনি , এমনকি তাদেরকে উৎসাহিত করলেন, আবার মাঠে বসে খেলাও দেখলেন। যে সাহসে তিনি অনায়াসে মেয়র এবং ডেপুটি মেয়রের বিপক্ষে কথা বলেন সেদিন একইভাবে বসে উপভোগ করলেন ফুটবল ম্যাচ, যেন কিছুই হয়নি। সবকিছুকে উড়িয়ে দিয়ে চলবার মত সাহস সত্যিই আছে দিলীপ বর্মনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *