বিদেশীদের মধ্যেও আকর্ষণ ক্রমশ বাড়ছে নেতাজি কেবিনের প্রতি
নিজস্ব সংবাদদাতা : এমনিতেই বিদেশীরা পাহাড়ে ঘুরতে পছন্দ করেন। আর পছন্দ করেন দার্জিলিং চা খেতে। আর শিলিগুড়ি আসলেই শিলিগুড়ি থেকে দার্জিলিং যান তারা , যাওয়ার পথে তারা একবার ঢুকবেনই বিধান মার্কেটে নেতাজি কেবিনে, আর দাম বেড়েছে জিনিসের, তবে লোকজনের জনপ্রিয়তা এখানে বেড়েই চলেছে দিনের পর দিন।

নেতাজি কেবিনের কর্ণধার প্রণব বাগচী জানান, বিদেশীরা বিশেষ করে ইউরোপিয়ানরা, এখানে এসে চা খেতে বিশেষভাবে পছন্দ করে। কে না এসেছে এখানে ইংল্যান্ড, ফ্রান্স জার্মানি ছাড়াও সুইডেন, অস্ট্রিয়া এবং হল্যান্ড থেকে মানুষ এখানে এসে চা খেয়ে চা এর প্রশংসা করে গেছে ন। এটা কি আমার কাছে কম বড় পাওনা ? আফ্রিকানরাও আসেন আসেন আমেরিকান রাও। দার্জিলিং ঘুরতে এসে একবার না একবার এখানে টু মারবেনি তারা, আমাদের চা সবার কাছে স্বীকৃত। সেটাই আমাদের গর্ব। বিদেশ থেকে যারা এখানে চা খেতে এসেছেন একেবারে পছন্দ অপছন্দ কোন ব্যাপারে না, চা খেয়ে চা কিনে দেশে চলে গেছেন। এখানকার চা প্রশংসিত হয়েছে বিদেশেও। আমাদের একটাই বিশেষত্ব আমাদের চা তৈরি হয় উনুনে । যার স্বাদ হয় একেবারেই আলাদা। এ তো আজকের কথা না , আমার বাবা মন্টু বাগচি ভোর বেলাই চলে আসছেন দোকানে , চা তৈরি করতে । আজকের নেতাজি কেবিল নিয়ে লেখা তৈরি হচ্ছে , বিখ্যাত বিখ্যাত লেখকেরা নেতাজি কেবিনকে নিয়ে লিখতে আগ্রহী, নেতাজি কেবিন নিয়ে ব্লগ তৈরি হচ্ছে, সিনেমা তৈরি হচ্ছে এটা আবার কম কিসের। এটা আমার কাছে খুব বড় আনন্দের জানালেন তিনি। প্রণব বাবু এও জানান আমি চাইবো এভাবেই চলুক, আমাদের সংসার।