বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু চারজনের, পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়
নিজস্ব সংবাদদাতা : বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। সেই চার জনের পরিবারে হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে ক্ষতি হয়েছে তার পূরণ করা সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করছি ওই পরিবারে পাশে থাকতে এবং পাশে দাঁড়াতে। কিছু অর্থ সাহায্য করে গেলাম, যেটা দিয়ে ওই পরিবার অন্তত একবার হলেও ঘুরে দাঁড়িয়ে চলবার শক্তি পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান খুবই দুঃখজনক ঘটনা এটি, আমি নিজে মর্মাহত এই ঘটনায়। বিশেষ করে একটি ছোট শিশু যেভাবে মারা গেল আমার কাছে সেটা বেদনাদায়ক। আমি চেষ্টা করছি আরো কিছু করবার। আমি মেয়র গৌতম দেব কে দায়িত্ব দিচ্ছি যাতে ওই পরিবারের পাশে থেকে কিছু সাহায্য করতে পারে। এদের মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে একেবারেই কান্নায় ভেঙে পড়েন ওই পরিবারের সদস্যরা, মুখ্যমন্ত্রী তাদের সান্ত্বনা দেন। এবং জানান দরকার হলেই ফোন করতে। পাশে থাকছি আমি।