বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা নিজের ক্লাবকে দান করলেন বিধায়ক শংকর ঘোষ
নিজস্ব সংবাদদাতা : নিজের পাশের ক্লাব তরুণ তীর্থ ক্লাব। আজকের নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা দান করলেন বিধায়ক শংকর ঘোষ। তিনি আজকে জানালেন আমার পুরনো ক্লাব এবং আমার অনেক স্বপ্ন ছিল এই ক্লাবের সাথে। আমি বহুদিন ধরে জড়িয়ে আছি , এই ক্লাবের সাথে, আজকে আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা দিলাম ক্লাবের উন্নয়নের জন্য। অনেক কিছু দরকার ক্লাবের, ক্লাব কে আধুনিক করে তুলতে হবে। তাই এই দশ লক্ষ টাকা আমি আমার বিধায়কের তহবিল থেকে দান করলাম। আমার পুরনো ক্লাব আমার ছোটবেলার ক্লাব, তাই কিছু করতে পেরে ভালো লাগছে জানালেন বিধায়ক সংকর ঘোষ। তিনি আরো জানালেন বেড়ে উঠেছি, খাবার আলোচনা করেছি বন্ধুদের কাছ থেকে , বন্ধুদের সাথে সাথে তাই একটু সাহায্য করলাম। জানালেন বিধায়ক শংকর ঘোষ। আবার যদি সুযোগ পাই আবার চেষ্টা করব, এদিন এমনটাই জানালেন তিনি।
