বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, এক মহিলার অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেপ্তার হল অভিযুক্ত স্কুল শিক্ষক
শিলিগুড়ি : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেপ্তার হল অভিযুক্ত স্কুল শিক্ষক ৷ এদিকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি পূর্ব ধনতলার এই ঘটনায়। অভিযোগ এক মহিলার সঙ্গে দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক থাকার পরও , অবশেষে বিয়ে থেকে পিছু হটেন ফুলবাড়ি মার্ডার মোড় নিবাসী বিবাহিত স্কুল শিক্ষক। সেই অভিযোগে নিউ জলপাইগুড়ি থানায় প্রতারণা ও ধর্ষণের মামলা দায়ের করেন অভিযুক্তের প্রাক্তন সঙ্গিনী। আরো জানা গেছে , অভিযুক্ত ব্যক্তি একজন স্কুল শিক্ষক এবং দুই পক্ষই বিবাহিত। দুই জনেরই সন্তান রয়েছে এবং উভয়েই একই এলাকার বাসিন্দা । একজন জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ ভাবে মিথ্যা। তিনি একজন সম্ভ্রান্ত ঘরের থেকে উঠে এসেছেন নিতান্তই হিংসার বসে এই কান্ড ঘটিয়েছে ওই মহিলা। আরেকজন জানিয়েছেন কেউ নিজের সম্পর্কে এই ধরনের মন্তব্য বাইরে প্রকাশ করে না, তিনি যা বলছেন তা অক্ষরে অক্ষরে সত্যি।
