বিলাসবহুল গাড়ি পুণ্যার্থীদের পিষে দিল সাতসকালে , প্রাণ গেল ৬ জনের, আহত ২
বেস্ট কলকাতা নিউজ : শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বিপত্তি। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ পুণ্যার্থী। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে এমনই ঘটনা ঘটেছে বাগডোগরা সংলগ্ন জংলিবাবা মন্দিরের কাছে। হতাহতদের প্রত্যেকেই হাউদাভিটা এলাকার বাসিন্দা। সাতসকালে একসঙ্গে এই ৬ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। জংলিবাবা মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের সুরক্ষা ও যানচলাচলের নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, প্রতিবছরই শ্রাবণ মাসে বাগডোগরার কাছে জংলিবাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। আর জল ঢালতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ৬ জনের। সোমবার সকালে বাগডোগরার কাছে হাউদাভিটা গ্রামের ২০ জনের একটি দল পায়ে হেঁটে যাচ্ছিলেন জংলিবাবার মন্দিরে। সেই সময় একটি গাড়ি দ্রুতগতিতে এসে পিষে দেয় পুণ্যার্থীদের। ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। আহত আরও ২। মৃতদের পাশাপাশি আহতরাও হাউদাভিটা গ্রামেরই বাসিন্দা বলেই জানা গেছে ।
এদিনের ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন একজন নাবালক ও এক সিভিক ভলান্টিয়ার। মৃতদের মধ্যে রয়েছেন- অমলেশ রায়চৌধুরী, গোবিন্দ রায়চৌধুরী, দীনেশ রায়চৌধুরী, প্রহ্লাদ রায়, কনক বর্মন ও প্রণব রায়। আহতরা হলেন- রাহুল সিংহ ও বিপ্লব বর্মন। সোমবার দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। হতাহতদের উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ভাঙচুর করে ঘাতক গাড়িটিকে। গাড়ির চালক পলাতক।