বিষ্ণুপুরে হাতির হানায় চাষির মৃত্যু, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা
বেস্ট কলকাতা নিউজ :গভীর রাতে হাতির হানা থেকে ফসল বাঁচাতে গিয়েছিলেন চাষিরা। হাতির পাল এলাকা ছেড়ে গেলে তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু, পিছনের জঙ্গলে যে তখনও তিনটি হাতি রয়েছে-তা তাঁরা বুঝতে পারেননি। অন্ধকারের মধ্যে হঠাৎই হাতি এক চাষিকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম রামপদ হেমব্রম(৪০)। এদিন রাতে বিষ্ণুপুরের বেলশুলিয়া পঞ্চায়েতের কুড়চিডাঙায় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারাও। ক্ষোভে ফেটে পড়েন তারা ।রাতেই পুলিশ ও বনকর্মীরা এলাকায় পৌঁছয়। দেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ মৃতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।

বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের এডিএফও বীরেনকুমার শর্মা বলেন, শুক্রবার রাতে বাসুদেবপুরের জঙ্গল থেকে ৩০টি হাতিকে পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ ডিভিশনের দিকে পাঠানো হচ্ছিল। সেই সময় ওই ব্যক্তি মাঠে হাজির হয়েছিলেন। অন্ধকারে হাতির হানায় তাঁর মৃত্যু হয়। সোমবার তাঁর পরিবারকে পাঁচলক্ষ টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। সেইসঙ্গে সরকারি নিয়ম মেনে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।

