বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অবশেষে শহর কলকাতায় গ্রেফতার হল ১ যুবক
বেস্ট কলকাতা নিউজ : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ ৷ যুবতীর অন্তঃসত্ত্বা হওয়ার পরে তাঁর সঙ্গে ওই যুবক যোগাযোগ রাখেনি বলেও অভিযোগ । এই নিয়ে থানায় দ্বারস্থ হলেন এক যুবতী । তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । ঘটনাটি ঘটেছে মানিকতলা থানা এলাকায় । এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “ধৃতের নাম জয়ন্ত দাস (২৬ ) । বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার নিমতায় । বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে ।”

এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, ধৃতের সঙ্গে বেশ কিছু বছর আগে আলাপ হয় ২৪ বছরের এক যুবতীর । পরে সেই সম্পর্ক প্রেমে পরিণতি পায় । অভিযোগ, এরপরেই ধৃত জয়ন্ত ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দেন । থানায় এসে ওই যুবতী আরো দাবি করে , তাঁরা একাধিকবার শারীরিক সম্পর্কেও লিপ্ত হন । ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন । যুবতীর অভিযোগ, তিনি অন্তঃসত্ত্বা জানার পর ধীরে ধীরে জয়ন্ত তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন৷আরও অভিযোগ, এক সময় যুবতীর ফোন ধরাও বন্ধ করে দেন জয়েন্ত । পরে অভিযুক্ত যুবক আর কোনও যোগাযোগ রাখেননি ওই যুবতীর সঙ্গে । ফলে একপ্রকার বাধ্য হয়ে যুবতী স্থানীয় মানিকতলা থানার দ্বারস্থ হন । ঘটনার তদন্তে নেমে প্রথমে ওই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । পরে তাকে গ্রেফতার করা হয় ।