বৃদ্ধের মৃত্যু করোনার ভ্যাকসিন নেওয়ার পরেই, এমনটাই দাবি পরিবারের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৃদ্ধের মৃত্যু হল করোনার ভ্যাকসিন নেওয়ার পরই৷ এমনি দাবি উঠল মৃত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায়৷ জানা গেছে মৃতের নাম কৃষ্ণ দত্ত (৬৪)৷ তার পরিবারের বক্তব্য, সোমবার সকাল ১১ টা নাগাদ তিনি করোনা ভ্যাকসিন নেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে৷ তারপর তিনি অসুস্থ বোধ করেন বাড়িতে ফিরেই৷ বমিও করেন এমনকি সন্ধ্যার দিকেও৷ আজ ভোরে তার ফের শুরু হয় শ্বাসকষ্টজনিত সমস্যা৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়৷

মৃত বৃদ্ধের পরিবারের আরও দাবি, ভ্যাকসিন নেওয়ার কথা প্রথমে ওই বৃদ্ধ জানাননি পরিবারের কাউকেই৷ পরে অসুস্থ বোধ করায় বিষয়টি জানিয়েছিলেন পরিজনদের৷ মৃত বৃদ্ধের ভাইপো গোবিন্দ দত্ত বলেন, “গতকালই ভ্যাকসিন নিয়েছিলেন কাকু৷ তাই আমাদের সন্দেহ এই ঘটনা ভ্যাকসিনের জন্য।এদিকে “ব্লক স্বাস্থ্য আধিকারিক দফতর সূত্রে জানানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ পাশাপাশি সোয়াবের নমুনাও সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *