বৃষ্টির কারনে চরম বিপর্যয়, বন্ধ শিলিগুড়ির আশেপাশের সব বড় সড়ক
শিলিগুড়ি : গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারনে বিপর্যয় নেমে এসেছে সিকিম সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে। গোটা সিকিম এখন বান এবং জলের মধ্যে আটকে পড়ে থাকায় চরম সমস্যায় পড়ে গেছেন স্থানীয় মানুষ এবং পর্যটকেরা। এদিকে গত তিনদিন ধরে কখনো হালকা এবং কখনো মাঝারি বৃষ্টির কারনে রাস্তায় জল জমে গেছে শিলিগুড়িতে। বিশেষ করে নীচু এলাকায় জল জমে রাস্তায় চলে এসেছে। শিলিগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে।
আগামী কয়েকদিন শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় হালকা থেকে ভারী এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রাত থেকেই অঝোরে বৃষ্টির কারনে শিলিগুড়ি একেবারেই থেমে গেছে। জল না নামায় বিপদে পড়ে গেছেন পথ চলতি মানুষ ।শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টির কারনে জনজীবন একেবারেই থমকে গেছে। বর্ষার কারনে একেবারেই বন্ধ বেশ কিছু গাড়ি। শিলিগুড়ির বেশ কয়েকটি এলাকায় বাড়িতে জল ঢুকে যাবার খবরও পাওয়া গেছে। মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই উদ্বেগ প্রকাশ করেছেন বাড়িতে জল ঢোকার কারনে।