বৃষ্টি নেই শিলিগুড়িতে, গরমে নাজেহাল শহরের স্থানীয় মানুষ
শিলিগুড়ি : গত কয়েকদিন ধরে শিলিগুড়ির গরম নাকাল করে দিয়েছে শিলিগুড়ি স্থানীয় মানুষকে। তাপমাত্রা প্রায় ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। শিলিগুড়িতে সাম্প্রতিক কালে শ্রাবণ মাসে এতটা গরম পড়ে না বলে দাবি সাধারন মানুষের, কিন্তু এবারে যেন পরিস্থিতি ঠিক উল্টো প্রচন্ড গরম সাথে নাকাল করে দিয়েছে শিলিগুড়ি মানুষকে । গত সাত দিন ধরে শিলিগুড়ির তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৫ থেকে ৩৮ ডিগ্রির কাছাকাছি, শুধু তাই নয় সন্ধ্যার পরেও তাপমাত্রা এমন কিছু নামছে না শিলিগুড়িতে। শৈল শহরের পাশে শহর শিলিগুড়ি সেখানে আজ থেকে ১০ বছর আগেও সর্বোচ্চ তাপমাত্রা থাকতো ৩০ ডিগ্রির কাছাকাছি, আর এখন ঠিক তার উল্টো তাপমাত্রা বাড়তে বাড়তে ৩৮ ,৩৯, ৪০, ৪১ এ চলে যায়, যেটা শিলিগুড়িতে হচ্ছে ভাবাই যায় না। জুলাই মাসে এই বর্ষার সময় শিলিগুড়ি যে এতোখানি উত্তপ্ত থাকবে সেটা ভেবেই পাচ্ছেন না সাধারণ মানুষ। শহর এলাকায় বেড়েছে প্রচুর বিল্ডিং তার সাথে বেড়েছে বাড়িও এবং তার সাথে মানুষ তাই তাপমাত্রা বেড়েছে বলে দাবি আবহাওয়াবিদদের।
এখন বৃষ্টি হলেও শিলিগুড়িতে তাপমাত্রা নামেনা, সন্ধ্যার পরেও না, এর মধ্যেও শিলিগুড়িতে কবে বৃষ্টি হবে তা বলতে পারছেন না আবহাওয়াবিদরা। ফ্যাসফ্যাসে গরমে শিলিগুড়িতে বিক্রি বেড়েছে এসি এবং অন্যান্য পাখার। শিলিগুড়ি শহরের ভোটা এলাকা জুড়ে গত তিন সপ্তাহে এতি বিক্রি হয়েছে প্রায় ৭০ শতাংশের কাছাকাছি যেটা এক কথায় রেকর্ড বললেই বলা চলে। জুলাই মাসের প্রথম এমন শেষের দিকে শিলিগুড়িতে যে গরম পড়েছে গত কুড়ি বছরে শিলিগুড়িতে এই ধরনের দেখা যায় নি। গরমে বিক্রি বেড়েছে ঠান্ডা পানীয় তাল এবং ডাবের। শুরু হয়েছে পেট খারাপ এবং জ্বরের মতো রোগের ও। গত কয়দিনে শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রায় ৩০০ মত সাধারণ রোগে আছেন শুধুমাত্র জ্বর এবং পেট খারাপের চিকিৎসা করাতে। বরফের পাশের শহর শিলিগুড়িতে গরমের কারণে লোডশেডিংও হচ্ছে প্রচুর, হলে ঘরে বাইরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই শ্রাবণ মাসেই বৃষ্টির দেখা পাবেন মানুষ। আগে কিংবা পরে যখনই হোক না কেন। সবই সময়ের অপেক্ষা জানিয়েছেন তারা