বেঙ্গল রোডরেস অ্যাসোসিয়েশন এবং খড়দহ পৌর সভার যৌথ উদ্যোগে পালিত হলো ৫২ তম রাজ্য ক্রশকান্ট্রি প্রতিযোগিতা
বেস্ট কলকাতা নিউজ : খড়দহ পৌর সভার শতবর্ষ উদযাপন এবং বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫২ তম রাজ্য ক্রশকান্ট্রি প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে ১০ কি মি দৌড়ে পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন কে হরিরাজন, আই। পি। এস। , সভাপতি, বেঙ্গল রোড রেস এ্যাসোসিয়েশন। অজয় নন্দা, আই। পি। এস।, সহ- সভাপতি, বেঙ্গল রোড রেস এ্যাসোসিয়েশন। বিশ্বরুপ দে, ক্রীড়া সংগঠক, সহ- সভাপতি, বেঙ্গল রোড রেস এ্যাসোসিয়েশন। কাজল সিনহা্, উঃ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্হার কার্যকরী সভাপতি সহ অন্য বিশিষ্ট ব্যক্তিগন।৮ ও ৬ কি মি দৌড়ের উদ্বোধন করেন খড়দহ পুরসভার চেয়ারম্যান তাপস পাল ১০ টার সময় খড়দহ রবীন্দ্র ভবনে পুরস্কার বিতরন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। উপস্হিত ছিলেন খড়দহ পুরসভার চেয়ারম্যান তাপস পাল কে। হরিরাজন, আই। পি। এস। , সভাপতি, বেঙ্গল রোড রেস এ্যাসোসিয়েশন। অজয় নন্দা, আই। পি। এস।, সহ- সভাপতি, বেঙ্গল রোড রেস এ্যাসোসিয়েশন। বিশ্বরুপ দে, ক্রীড়া সংগঠক, সহ- সভাপতি, বেঙ্গল রোড রেস এ্যাসোসিয়েশন। কাজল সিনহা্, উঃ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্হার কার্যকরী সভাপতি । খড়দহ পুরসভার ভাইস চেয়ারম্যান সুকন্ঠ বনিক সহ আন্নান্য বিশিষ্ট ব্যক্তিগন।