বেঙ্গল সাফারিতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বাঘের, দেখতে আসছেন এমনকি বিদেশী অতিথিরাও
শিলিগুড়ি : বেঙ্গল সাফারিতে জনপ্রিয়তা বাড়ছে বাঘের, জানা গেছে বাঘ দেখতে আসছেন বিদেশ থেকে আগত মানুষেরা। এবারে বেঙ্গল সাফারিতে প্রচুর মানুষ এসেছেন। শুরু হবার পরে এতদিন এসেছেন অনেক মানুষ, কিন্তুু কেউ মনে করতে পারছেন না কবে এত মানুষ এসেছেন বেঙ্গল সাফারিতে। সকাল থেকে দুপুর লোকে লোকারন্য বেঙ্গল সাফারি। এত লোক আসছেন যে লাইন দিয়ে আসতে হচ্ছে দর্শকদের। এবারে দর্শকেরা প্রচুর পরিমানে আসছেন বেঙ্গল সাফারিতে। আগ্রহ বেশী পাখি এবং বাঘের দিকেই। প্রচুর মানুষ আসছেন ছবি তুলছেন এবং বাঘের সাথে আলাদাভাবে ফটো তুলছেন। যারা মোটামুটি দায়িত্বে আছেন বেঙ্গল সাফারিতে তারা জানিয়েছেন এত ভীড় অনেকদিন পরে দেখা গেছে। বিশেষ করে ব্যাঘ্র শাবক দের দেখতে বাচ্চাদের আগ্রহ সবচাইতে বেশী। এছারাও ভীড় করছেন পাখি দেখতেও পর্যটকেরা। প্রচুর বিদেশী পাখি আনা হয়েছে বেঙ্গল সাফারিতে তাই পাখি দেখতেও ভীড় জমিয়েছেন বহু মানুষ। বাদ যান নি সমস্ত রাজনৈতিক ব্যক্তিরাও, ভীড় করেছেন তারাও। সময় বের করে বেঙ্গল সাফারিতে এসে ঘুরে গেছেন শাসক এবং বিরোধী সব দলের লোকেরাই। সবার কাছে বেঙ্গল সাফারি একটা কাছের ভ্রমনের আকর্ষনীয় কেন্দ্র। সবাই আশা করছেন আগামীদিনেও বেড়ে যাবে বেঙ্গল সাফারির জনপ্রিয়তা।