বেঙ্গালুরুতে ডাক্তারিতে ভর্তির নামে বিরাট প্রতারণা, কলকাতায় ধরা পড়লো অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ : বেঙ্গালুরুতে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেবার নাম করে প্রতারণায় অভিযুক্তকে কসবা থেকে গ্রেফতার করল বেঙ্গালুরুর কিউবন থানা। জুয়েজ হায়দার নামে ওই অভিযুক্তকে ধরা হয় কসবার একটি হোটেল থেকে। জানা গিয়েছে, অভিযুক্ত বেঙ্গালুরুতে একাধিক ছাত্রছাত্রীকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেবে বলে টাকা নিয়েছে। কিন্তু কেউই ভর্তি হরে পারেননি। এক ছাত্রী কিউবন থানায় অভিযোগ করেন যে, তাঁর কাছ থেকে ২৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে। ২০২৩ এর জুন থেকে তিন মাস ধরে টাকা নেওয়া হয়েছে। কিন্তু ভর্তি হতে পারেননি।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেঙ্গালুরু পুলিশ জানতে পারে অভিযুক্ত কলকাতায় রয়েছে। এরপর কিউবন থানার পুলিশ রাজ্যে এসে তাঁকে গ্রেফতার করে। সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তের হয়ে লিগ্যাল এডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, জুয়েজের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই। যদিও সরকারি আইনজীবী সাজ্জাদ খান বলেন, অভিযুক্ত যে প্রতারণায় জড়িত, তার প্রমাণ রয়েছে। সওয়াল শেষে তাকে ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত।

