বেজে উঠেছে ভারত -পাক যুদ্ধের দামামা, সবাইকে কাঁদিয়ে ঘর ছাড়লেন জলপাইগুড়ির বাসিন্দা মনোরঞ্জন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ির : বেজে উঠেছে যুদ্ধের দামামা, ঘর ছাড়ল মনোরঞ্জন, গর্বে বুক ভরছে তিস্তাপাড়ের। দেশজুড়ে যখন যুদ্ধের আবহ, ঠিক তখনই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পানবাড়ি গ্রামের তরুণ মনোরঞ্জন রায় দেশের ডাকে সাড়া দিয়ে পাড়ি দিলেন কর্ণাটকের ম্যাঙ্গালোরে ভারতীয় সেনার অগ্নিবীর পদে যোগ দিতে। এদিকে মায়ের চোখের জল মুছে, পিতার বুকে পাথর চাপিয়ে মনোরঞ্জন যখন রওনা হয় , তখন গোটা গ্রাম যেন গর্ব আর আবেগে একসঙ্গে কেঁদেও ফেলে । যুদ্ধের ছায়া যখন দেশজুড়ে, তখন ছেলেকে সেনাবাহিনীতে পাঠিয়ে গর্বে চোখ টলটল করে ওঠে কৃষক বাবা ও গৃহবধূ মায়ের।মনোরঞ্জনের বাবা জানান ছেলের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে তার। আমার মনও খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। যেতে হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *