ব্যবসায়ীরা রাজি নন বর্ধমানে মিষ্টি হাব খুলতে ! ভবিষ্যত বিঁশ বাও জলে, কড়া বার্তা প্রশাসনের
বেস্ট কলকাতা নিউজ : পূর্ব বর্ধমানে বামচাঁদাইপুরে মিষ্টি হাব রয়েছে ২ নম্বর জাতীয় সড়কের ধারে। সেই মিষ্টি হাবের উদ্বোধন করেছিলেন এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী। চালুও হয়ে গিয়েছিল মিষ্টি হাবটি। কিন্তু ব্যবসা তেমন জমেনি। ফলে একে একে মিষ্টির দোকানগুলির ঝাঁপ বন্ধ হয়ে যায়।
এরপরও মিষ্টি হাবটিকে সচল রাখার চেষ্টা করা হয় জেলা প্রশাসনের তরফে, কিন্তু কোন লাভ হয়নি। মিষ্টি হাবে দোকান খোলার জন্য প্রশাসন ব্যবসায়ীদের ১৫ দিন সময় দিয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা রাজি নন দোকান খুলতে । এরপরেই ব্যবসায়ীরা জেলাশাসককে সাফ জানিয়ে দেয় , এই মূহূর্তে নেই মিষ্টি হাব খোলার মতো পরিবেশ । এমনকী ,প্রশাসন যদি চায়, সেক্ষেত্রেওতাঁরা রাজি দোকানের মালিকানা ফিরিয়ে দিতেও।
এদিকে ১৫ দিনের মধ্যে ব্যবদায়ীদের মিষ্টি হাবে দোকান খুলতে হবে। দোকান না খুললে নেওয়া হবে কড়া ব্যবস্থাও। শুধু তাই নয় , মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার মিষ্টি হাবটি তুলে দেওয়া হবে স্বনির্ভর গোষ্টির হাতে ।পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা এমনটাই জানিয়েছেন।