ব্যাপক মাছের আকাল শিলিগুড়িতে, জামাইষষ্ঠীর আগে মাছ নেই বাজারে
শিলিগুড়ি : মাঝে আর পাচ দিন,এর পরেই জামাইষষ্ঠী। তবে এবারে অন্যান্য বারের মতন বাজারে একেবারেই মাছের দেখা নেই। স্থানীয় কিছু ছোট মাছ ছাড়া দেখা পাওয়া যাচ্ছে না অন্য কোন বড় মাছের। নেই ইলিশ মাছও। একেবারেই দেখা নেই বড় কাতলা মাছের। যাদের আর্থিক অবস্থা একটু ভালো তারা জামাইষষ্ঠী আসার আগের থেকেই মাছ বুক করে ফেলেন। এবার মাছের বাজারে আসলেও হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। ইলিশ মাছ আসলেও সেইভাবে এখনো এসে পৌছায়নি বাজারে। পাবদা এবং আর মাছও সেভাবে আসেনি। তাই বাজারে এসে মাছের প্রেমিকরা হতাশ হয়ে ফিরছেন। কবে আসবে মাছ? বর্ষা ঢুকে গেছে, তবুও দেখা নেই ইলিশের,কবে আসবে মাছ, জানা গেছে দুই এক দিনের মধ্যেই মাছ উত্তরবঙ্গে প্রবেশ করবে। তবে মাছ এসে পৌছানো না পর্যন্ত বলতে পারা যাচ্ছে না কোনভাবেই। শিলিগুড়ির সব বাজারেই বেলা এগারোটার মধ্যে যা মাছ বিক্রি হবার হচ্ছে। তারপর আর মাছও পাওয়া যায় না,আর আসেন না ক্রেতারাও। তাই জামাইষষ্ঠীতে জামাইদের পাতে কি মাছ পড়বে এটা একমাত্র সময় বলে দিতে পারবে।