ব্রেক ফাস্ট -এ চা-বিস্কুট খেলেন মুখ্যমন্ত্রী , দেওয়া হল অ্যান্টিবায়োটিকও
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থিতিশীল রয়েছেন বর্তমানে৷ এসএসকেএম সূত্রে জানানো হয়েছে ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠেছেন সকাল ৯ টার সময়৷ ৯.৩০টায় ব্রেকফাস্টে লিকার চা, বিস্কুট দেওয়া হয়েছে তাঁকে৷ দেওয়া হয়েছে এমনকি অ্যান্টিবায়োটিকও৷ বোর্ড টাঙানো হয়েছে এমনকি উডবার্ন ব্লকের বাইরে । সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা শুভেচ্ছা বার্তা লিখছেন সেখানে।
চিকিৎসকরা আরও জানিয়েছেন, ফুলে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ের গোঁড়ালি। ব্যথা রয়েছে এমনকি ডান কাঁধ ও কব্জিতে। রয়েছে শ্বাসকষ্টর সমস্যাও। সবমিলিয়ে কার্যত মুখ্যমন্ত্রী ট্রমায় আছেন বুধবারের ঘটনায়। চিকিৎসকরা অন্তত এমনটাই বলছেন। বৃহস্পতিবার খালি পেটে বেশ কিছু রক্ত পরীক্ষাও করা হয়েছে তাঁর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে আগামী ৪৮ ঘণ্টা। আজ তার ইসিজি হতে পারে।