ভবিষ্যতে আমি ভারত সেরা হতে চাই, বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনটাই জানালেন নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচী
শিলিগুড়ি : মুম্বাইয়ের বিখ্যাত ডলি চা ওয়ালা এসেছিলেন এখানে। তার বিখ্যাত চায়ের কথাও লোকে ভুলে গেল শিলিগুড়ির নেতাজি কেবিনের চায়ের কথায়। টেক্কা দিয়ে দিল এক কথায়। কিছু বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত এক বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচী সবাইকে দেখিয়ে দিয়ে চলে গেল কেন নেতাজিকেবিনের চা সবার থেকে সেরা। আয়োজকরা এদিন এক কথায় মেনে নিলেন নেতাজি কেবিনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।

নিজের সেরা শিরোপা নিয়ে প্রণবেন্দু বাগচি জানালেন সবকিছুই ভগবানের আশীর্বাদ আর কিছু না। মানুষের ভালোবাসা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আর আছে সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের কাজের ধরন। আজকে সারা বিশ্বের মঞ্চে নেতাজি কেবিনের চা জগৎ বিখ্যাত হয়ে গেছে। বিদেশি রাও প্রচন্ড প্রশংসা করেছেন নেতাজি কেবিনের চা এর।
এর উত্তরে প্রণবেন্দু বাগচী জানান আমি শুধু চেষ্টা করে গেছি , আমার বাবা-মায়ের আশীর্বাদ আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে এত লোকের মধ্যে দিয়ে সেরা হতে পেরে প্রচন্ড আনন্দ লাগছে। নিজের কন্যা দেবলীনা বাগচি কে নিয়ে পুরস্কার নিতে পেরে আমি যথেষ্ট গর্বিত এবং আনন্দিত। আমার বাবা আমাকে নিয়ে চলেছেন, এবং আমি আমার মেয়েকে নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রণব বাবু আরো জানালেন আমি নিজে চেষ্টা করে এই জায়গাতে আসতে পারলাম, এটা সবচাইতে আনন্দের ব্যাপার আমার কাছে। এই ধরনের পুরস্কার আমি এর আগেও পেয়েছি এ নতুন কিছু না। প্রণব বাবু আরও জানান আমাদের কথা সারা বিশ্ব জেনে গেছে শুধুমাত্র নেতাজি কেবিনের দয়ায়। সবথেকে বেশি আনন্দের। ভবিষ্যতে আমি ভারত সেরা হতে চাই এটাই হবে আমার কাছে সবচাইতে বড় পুরস্কার এদিন জানালেন প্রণব বাবু।

