ভরতির পক্রিয়া নিয়ে অবশেষে জট কাটল যাদবপুর বিশ্ব-বিদ্যালয়ে
বেস্ট কলকাতা নিউজ : ভরতির প্রক্রিয়া নিয়ে অবশেষে জট কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। চূড়ান্ত সিদ্ধান্ত হল এ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা হবে। সেক্ষেত্রে ভরতি প্রক্রিয়া ৫০-৫০ সূত্র নিয়েই এগোবে । মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির (ইসি) বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা ছিল। ফলে এদিনের আলোচনায় বিষয়টি উঠে আসায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়।ভরতি কমিটির বৈঠক হয় ২২ মে । ভরতির ব্যপারে মান্যতা দেওয়া হল ভরতি কমিটির সিদ্ধান্তকেই । মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির বৈঠক ছিল। ওই বৈঠকেই ভর্তি পক্রিয়ার ব্যাপারে আলোচনা হয়। আলোচনার পরেই যাদবপুরে কলা বিভাগে ভরতির জটিলতা কাটে। উপাচার্য সুরঞ্জন দাসের উপস্থিতেই এই বৈঠক হয়।
কলা বিভাগে যাদবপুরে মোট ১৬ টি বিষয় পড়ান হয়। এই বিভাগগুলির মধ্যে বেশির ভাগ বিভাগেরই মতামত ছিল যাতে ৫০% প্রবেশিকা পরীক্ষার নম্বর ও ৫০% উচ্চ মাধ্যমিক স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভরতি নেওয়া হয়। কিন্তু কলা বিভাগের ইংরাজি ও তুলনামূলক সাহিত্য বিভাগ দুটি এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল । এই জটেরই সিদ্ধান্ত হয় ২২ মে ভরতি কমিটির বৈঠকে। কিন্তু ২৮ মে বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সেই সিদ্ধান্তই এদিন গৃহীত হয়।চলতি মাসের ৩০ মে আজ থেকে ভরতি প্রক্রিয়া শুরু হয়েছে । কলা ও বিজ্ঞান দুই বিভাগেই শুরু হয়েছে স্নাতক স্তরে ভরতি প্রক্রিয়া। তবে ভরতি পরীক্ষার তারিখ এখনও জানা যায়নি। তা পরে জানান হবে।