ভাইরাল হতে হবে, আজব নেশায় চিতা বাঘের কাছে পৌঁছে গেলেন এক যুবক
নিজস্ব সংবাদদাতা : কথায় কথায় ভাইরাল হওয়ার তুমুল খিদে, আর সেই জন্যই হুঁশ খোয়াচ্ছেন কিছু মানুষ? সম্প্রতি ডুয়ার্সের সামসিং চা বাগান সংলগ্ন মেটেলি-চালশাগামী জাতীয় সড়কে এক পর্যটকের নেওয়া লেপার্ডের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর উঠছে সেই প্রশ্ন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে শীতের রাতে মেটেলি-চালশাগামী জাতীয় সড়কে রাস্তার মধ্যে বসেছিল একটি লেপার্ড। ওই রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ির চালক প্রথমে এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন। কিন্তু ভয়ের থেকে ‘ভাইরাল দেখনদারি’ সত্যি! ‘অতি উৎসাহিত’ হয়ে চালককে গাড়ি নিয়ে এগিয়ে যেতে দেখা যায় লেপার্ডের দিকে। অন্য এক ব্যক্তি এই দৃশ্যের ভিডিয়ো রেকর্ড করেন। দেখা যায়, চোখে গাড়ির আলো পড়ার পরেই রাস্তা থেকে সরে যায় লেপার্ডটি। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এদিকে বহু নেটিজ়েন যেমন এই ভিডিয়ো দেখে রীতিমতো উৎসাহিত, তেমনই অনেকে এ ভাবে বন্যপ্রাণীদের উত্যক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন। বনদপ্তরের তরফে বারবার পর্যটক-সহ সাধারণ মানুষদের সচেতন করেছে যাতে বন্যপ্রাণীদের উত্যক্ত করা না হয়। জঙ্গলের রাস্তা ধরে কোথাও যাওয়ার সময় এই ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়। কিন্তু তারপরেও এ ভাবে বন্যপ্রাণীদের কাছে চলে যাওয়ার ঘটনা ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণ বলেও মন্তব্য কিছু নেটিজ়েনের। ভাইরাল হওয়ার নেশাতেই এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন কিছু মানুষ, উষ্মা প্রকাশ করেছেন তাঁরা।
x