ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম মৃত্যুবার্ষিকী পালন করল শিলিগুড়ি পুর নিগম
শিলিগুড়ি : ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম মৃত্যুবার্ষিকী পালন করল শিলিগুড়ি পুর নিগম। আজকের দিনে নিজেদের দেহরক্ষীদের হাতে প্রাণ গিয়েছিল, ভারতের এই মহিলা প্রাক্তন প্রধানমন্ত্রীর। এদিন তার ৪০ তম মৃত্যুবার্ষিকীতে তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পালন করল শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন।
এদিন মেয়র জানান ইন্দিরা গান্ধী শুধুমাত্র ভারত কেন, সারা বিশ্বের মানুষের কাছে বন্দিত। তিনি যে শুধু মাত্র প্রধানমন্ত্রী ছিলেন তাই নয়, মানুষের কষ্ট বুঝতেন, এবং পছন্দ করতেন মানুষের সাথে মিশে থাকতে। তার মৃত্যুতে শুধু ভারতের ক্ষতি হয়নি বিশ্বেরও ক্ষতি হয়েছে। আজকে তার মৃত্যুবার্ষিকী, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। ইন্দিরা গান্ধীর নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে বলেও এদিন জানালেন মেয়র গৌতম দেব।