ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী বাদল গুপ্তের আবির্ভাব এবং তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী, বাদল গুপ্তের জন্ম এবং মৃত্যু দিন । এই উপলক্ষে এদিন শিলিগুড়ি জলপাই মোড় সংলগ্ন এলাকায় বাদল গুপ্তের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয় শ্রী রঞ্জন সরকারও। এদিন মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পরে মেয়র গৌতম দেব জানালেন যেভাবে জীবন দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম কে সফল করে তুলেছিলেন এই বীর বিপ্লবীরা, তাদের মধ্যে বাদল গুপ্ত অন্যতম। আজকে তার আবির্ভাব এবং তিরোধান দিবস। তার প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। আমাদের চোখে তিনি আসল হিরো। যেভাবে তিনি তার আত্মত্যাগ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করে তুলেছিলেন, তা ভোলা যাবে না। তাই আজকের দিনটি কার জন্য তার চরনে অসংখ্য প্রণাম। আজকে যে আমরা এভাবে আছি, দেশ এত আধুনিক হয়েছে তার পুরো কৃতিত্বই এদের।