ভুল চিকিৎসায় মৃত্যু হল ১ রোগীর , ব্যাপক তোলপাড় শহর জলপাইগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় হয়ে উঠল জলপাইগুড়ি। জানা গেছে নান্টু দে সরকার নামে ওই ব্যক্তি পায়ে ব্যথা নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে একটি ইনজেকশন দেওয়া হয় তাকে, এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে এদিন চরম ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের লোকজন।

তারা জানান সামান্য পায়ে ব্যথা তাতেই এক ইঞ্জেকশন দেওয়া হলো, পায়ে ব্যথার জন্য কেন ইনজেকশন দেওয়া হবে? ডাক্তার না দেখেই ইনজেকশন দেওয়া হল, আর তারপরেই তার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যুও হল । আমরা জবাবদিহি চাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। এই ঘটনা চারিদিকে জানাজানি হয়ে যেতে প্রচুর মহিলা চলে আসেন, এবং এদিন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অ্যাম্বুলেন্স এর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান তারা। পরে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে এক বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা সামলে দেয়। মৃতের পরিবারের দাবি একজন সুস্থ মানুষকে যেভাবে মেরে ফেলা হলো তা কিছুতেই মেনে নেওয়া যায় না। দোষীদের চরমতম শাস্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *