ভেঙে পড়লো গজলডোবা যাবার করতোয়া সেতু, এলাকা জুড়ে সৃষ্টি হল তীব্র যানজট পরিস্থিতি
নিজস্ব সংবাদদাতা : ভেঙে পড়লো গজলডোবা যাবার করতোয়া সেতু, এলাকা জুড়ে সৃষ্টি হল তীব্র যানজট পরিস্থিতি । এদিনের রাতের এই ঘটনায় ব্যাপক হৈচৈ পড়ে যায় গোটা এলাকা জুড়ে। এখান থেকে গজলডোবা যাবার সবচাইতে সহজ রাস্তা হওয়ায় পর্যটকেরা এদিন আটকে পড়েন, এমনকি এলাকা পার হতে গিয়ে এদিন চরম যানজট পরিস্থিতির মধ্যে পড়তে হয় পর্যটক দের। এদিকে এলাকার মানুষজন এদিন জানান খুব সম্ভবত কোনো চার চাকার গাড়ি এই ঘটনা ঘটিয়ে ফেলেছে। দ্রুত গতিতে চেষ্টা করা হচ্ছে রাস্তা সারাই করবার, যাতে অন্তত পর্যটকদের সুবিধা হয়। এই করতোয়া সেতু এই এলাকার খুব বিখ্যাত সেতু। মূলত প্রচুর যানবাহন চলাচল করে এই সেতুর উপর দিয়ে।


