ভেনাস মোড়ের ভেঙে যাওয়া হনুমান মন্দির অবশেষে পুনঃ স্থাপন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : কিছুদিন আগে ভারী বর্ষণে ভেনাস মোড় স্থিত একটি গাছ ভেঙে পড়ে,ফলে গাছের গোড়ায় থাকা মন্দিরটি সম্পূর্ণ রূপে ভেঙে যায়। অবশেষে সেই মন্দিরের পুনস্থাপন করা হলো। শ্রী বালাজি মনস্কামনা হনুমান মন্দিরের কমিটির উদ্যোগে পুনরায় তৈরি হলো এই মন্দিরটি । মেয়র গৌতম দেব এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এদিন তিনি জানান এই মন্দিরটি ভেঙে যাওয়ার খবর পেয়ে খুব বিষন্ন ছিলাম। আজকে এই মন্দিরটির পুনঃ স্থাপন হল , ভালো লাগছে এই ভেবে মন্দিরটি বেশি সময় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলো না। যারা এই উদ্যোগ নিলেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই মন্দিরের প্রচুর ভক্তও আছেন, যারা খুব হতাশ হয়ে গিয়েছিলেন মন্দিরটির পরিস্থিতি দেখে। আজকে আবার মন্দিরটির নতুনভাবে জন্ম হলো। তবে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে একটু রক্ষণাবেক্ষণ করতে হবে।
