ভোটের জন্য তৈরি হচ্ছি আমরা , শিলিগুড়িতে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : সামনের বিধানসভা ভোট, তাই আমাদের তৈরি হতে হবে। জানালেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিভিন্নভাবে বিভিন্ন পরিষেবা দিয়ে ভালো দিকগুলো বের করে আনছেন। তিনি যে সব সময় মানুষের জন্য ভাবেন বা চিন্তা করেন এর থেকে বুঝতে পারা যায় । আমাদের কার দায়িত্বপূর্ণভাবে সব কাজ করা। মানুষের পাশে এবং মানুষের কাছে থাকতে চাই আমরা। সারা পৃথিবীতে আজ পর্যন্ত এতগুলো প্রকল্প নিয়ে কেউ কাজ করেননি। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি যে যে কাজ করে যাচ্ছেন বা আগামী দিনে যাবে এটা এক কথায় ইতিহাস হয়ে থাকবে। মানুষের কাছে মানুষের সাথে আমাদের চলতে হবে।

এদিন তিনি এও বলেন মানুষকে বুঝতে হবে বাংলার একমাত্র অবলম্বন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে নতুন বাংলা স্বপ্ন দেখাচ্ছেন আমাদের মত মানুষকে। তাই আর পিছনে না থেকে আগে এগিয়ে এগিয়ে চলতে হবে আমাদের। মেয়র গৌতম দেব আরও বলেন ভুতুড়ে ভোটার নিয়ে ক্রমশ আশংকা বাড়ছে আমাদের , আমাদের সচেতন করতে হবে সবাইকে এবং সব ধরনের মানুষকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদাভাবে চিন্তা করেন। তার প্রতিফলন আমরা দেখতেই পারছি। তার প্রতিদান আমাদের মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে দিতে হবে । তিনি আরো জানান ঠিক একটা বছর আছে আগামী বিধানসভার নির্বাচনের জন্য , সেই বিধান সভাতে আমাদের দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা পেয়ে জয়ী হতে হবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।