ভোটের প্রাক্কালে পুর-পরিষেবার ক্ষেত্রে দেওয়া হল বিশেষ জোর, বরাদ্দ হল কয়েকশো কোটি টাকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রতি বুথেই ক্যাম্প হয়েছিল আমাদের পাড়া, আমাদের সমাধানের ৷ এমনকি আলোচনায় বসেছিলেন কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মী ও আধিকারিকরা। গলির একাধিক জায়গায় পেভারব্লক ঠিক করা, রাস্তা খারাপ, আলো নেই, জলের লাইন, জঞ্জাল সাফাই এমন ছোট ছোট অভিযোগ জানিয়েছিলেন এলাকার নাগরিকরা। ভোটের আগে সেই সব সমস্যা এবার দ্রুত সমাধানে বিপুল টাকা বরাদ্দ করল পুর বোর্ড।

শিবির চলাকালীন যে সব সমস্যার কথা নথিভুক্ত হয়ছে চলতি সপ্তাহে সেই কাজের বরাত দেওয়া শুরু হয়ছে । ইতিমধ্যে বেশ কিছু কাজ হয়েও গিয়েছে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় । বাকি কাজ শেষ হবে দ্রুত । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, সম্প্রতি এই কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে কোথায় কী কাজের ওয়ার্ক-অর্ডার দেওয়া হবে, সেই নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে বৈঠক করেছেন পুর কমিশনার সুমিত গুপ্তা ৷ এর পরেই মেয়রের কাছে রিপোর্ট পাঠানো হয়েছিল। তারপর বরাদ্দ হয়েছে ২২০কোটি টাকা ৷ এই টাকা রাজ্য সরকার দিয়েছে । ইতিমধ্যেই ৫০ কোটি টাকার কাজ প্রথম ধাপে হয়ে গিয়েছে ৷

কলকাতা কর্পোরেশনের সূত্রে খবর, আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে প্রায় ১৫ হাজার সমস্যার কথা নথিভুক্ত করা হয়। ছোট ছোট কাজগুলি অভিযোগের কয়েকদিনের মধ্যেই করা হয়ছে শহরজুড়ে জাত জন্য ৫০ কোটির বেশি টাকা খরচ হয়ছে । এবার বাকি কাজের একটা বড় অংশ হবে যার জন্য ২২০কোটি টাকা বরাদ্দ করেছে কর্পোরেশন ৷ এর মধ্যে রয়েছে বস্তি, আলো, জল, জঞ্জাল, রাস্তা, উদ্যান সংক্রান্ত কাজ । আছে ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন কাজ । জানা যাচ্ছে, এই দফায় কাজ শেষ হলে শেষ দফায় আরও ৮০ কোটি টাকা রাজ্যের তরফে পাড়ায় সমাধানে জন্য পেতে পারে কলকাতা কর্পোরেশন ৷

এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের আধিকারিক জানান, বুথ ভিত্তিক অভিযোগ এসেছে একদম ছোট ছোট কাজ যেগুলো সেগুলো ফেলে রাখা হয়নি। ছোটখাটো মেরামত কাজ মূলত করে ফেলা হয়েছে । আলো বদলানো এসব হয়ছে । এবার যে বড় অঙ্কের টাকা এসেছে এতে রাস্তা তৈরি, কংক্রিট করার কাজ, বসার জায়গা বা নতুন আলোক স্তম্ভ লাগানোর মতো কাজ করা হবে ৷ যে ওয়ার্ক-অর্ডার হবে সেগুলি কাজ চলতি মাসেই শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়ছে । আর তৃতীয় ধাপ ফেব্রুয়ারির প্রথম দিকে । তাই শেষ ধাপে ওয়ার্ক-অর্ডার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইস্যু করা হয় যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *