ভোরের আলো থানায় এলেন নতুন অফিসার, বিরাট আবেগে ভাসলেন গ্রামবাসীরা
নিজস্ব সংবাদদাতা : ভোরের আলো থানার নতুন বড়বাবু সুদীপ দত্তকে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করে বরণ করে নিলেন এলাকার সুধী নাগরিকগণ। এদিন নতুন বড় বাবুকে স্বাগত জানানোর মুহূর্তে উপস্থিত ছিলেন বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিজুদ্দিন আহমেদ, সমাজসেবী বিজয় দাস, তুষার কান্তি দত্ত, প্রফুল্ল রায়, মোহাম্মদ সালেমান , সাবুল রায়, দিপেন অধিকারী, ঋষিকেশ রায়, মহেন্দ্র রায় সহ আরো অনেকে। উল্লেখ্য, এর আগেও সুদীপ দত্ত নিজের দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন তৎকালীন আমবাড়ী ফাঁড়ির ওসি হিসেবে। আগের পরিচিত জায়গায় ফিরে এসে ভোরের আলো থানার ওসির দায়িত্ব নিয়ে তিনি সফলভাবেই আইন শৃঙ্খলা বজায় রেখেই নিজের দায়িত্ব পালন করবেন বলে মনে করছেন এলাকাবাসীরা।


