ভ্যাকসিনেশনের প্রস্তুতি সরকারি অনুমোদন ছাড়াই! অবশেষে গ্রেপ্তার ডায়াগনস্টিক সেন্টারের কর্তা
বেস্ট কলকাতা নিউজ : প্রশাসন এবার সক্রিয় কসবা-কাণ্ডের পর। খড়গপুরের এক ডায়াগনস্টিক সেন্টারে ভ্যাকসিনেশনের প্রস্তুতি চলছিল কোনও রকম সরকারি অনুমোদন ছাড়াই। আর পুলিশ এক কর্মকর্তাকে গ্রেপ্তার করল সেখান থেকেই। আরও জানানো হয়েছে ধৃতকে আজ আদালতে তোলা হবে বলেও।
আরও জানা গিয়েছে, করোনার টিকা দেওয়ার নাম করে অগ্রিম টাকা নিচ্ছিল খড়গপুরের একটি ডায়াগনস্টিক সেন্টার । কিন্তু যে ডায়াগনস্টিক সেন্টার টাকা নিচ্ছিল সেই নামে রশিদ না দিয়ে রশিদ দেওয়া হচ্ছিল অন্য একটি ক্লিনিকের নামে। আর বেশ কয়েকজনের সন্দেহ হয় তা দেখেই। তারপরই তারা অভিযোগ জানান জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে। মহকুমাশাসক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অভিযানও চালান অভিযোগের ভিত্তিতে। এমনকি ওই ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়। জিজ্ঞাসাবাদ করে এও জানা গিয়েছে, এই ক্লিনিকের স্বাস্থ্য দপ্তরের কোনও অনুমোদন ছিল না ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে। তারা অনুমোদন নিয়েছিল কলকাতার দুটি ক্লিনিকের থেকে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল এ বিষয়ে বলেন, এই সংস্থা ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিয়েছিল এক রকম বিনা অনুমতিতেই। অভিযান চালিয়ে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। এদিকে পুলিশও তদন্তে নেমেছে গোটা ঘটনার।