মজুরি না পাওয়ায় প্রবল বিক্ষোভে সামিল হল নকশালবাড়ির অটল চা বাগানের শ্রমিকেরা
নিজস্ব সংবাদদাতা : মজুরি না পাওয়ায় বিক্ষোভে সামিল নকশালবাড়ির অটল চা বাগানের শ্রমিকেরা। আজ সকাল থেকেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা জানিয়েছেন দিনের পর দিন তাদের সাথে বঞ্চনা করা হয়েছে। তাদেরকে নানাভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাস্তবে তা কার্যকর করা হয়নি। দিনের পর দিন তারা অনাহারে এবং অর্ধাহারে তাদের পরিবারের সাথে দিন কাটাচ্ছে। তাদের ছেলেমেয়েরা যারা ছোট ছোট তারা না খেয়ে দিন কাটাচ্ছেন, রুগ্ন হয়ে পড়ছেন অসুস্থ হয়ে পড়ছে। সবকিছু দেখেও চা বাগান কর্তৃপক্ষ একেবারে চুপচাপ আছেন। এইভাবে চলা যায় না , এইভাবে অন্যায় অত্যাচারকে মেনে নেওয়া যায় না। চা চাষ করতে গিয়ে সারাদিন তো চলে যায় তাদের অথচ দিনের শেষে তাদের প্রাপ্তির ভাড়া শূন্য হয়ে যায়।

এদিকে চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে চা বাগান কর্তৃপক্ষকে। না হলে তারা প্রতিবাদ মিছিল বের করবে। কারণ টাকা না থাকায় আর্থিক এবং মানুষিক দিক থেকে প্রচন্ড ভাবে কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এদিন শ্রমিক ও কর্মচারীদের সাথে উপস্থিত ছিলেন বেশ কিছু স্থানীয় চায়ের ব্যবসায়ীরাও। তবে জানা গেছে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়েছে , তবে তা বাস্তবে কত তাড়াতাড়ি কার্যকর হবে সেটা জানা যায়নি।