মন্দিরের সামনে থাকেন ওরা, এই অসহায় বয়স্ক মহিলাদের দেখা মিলবে বিধান মার্কেটের মা ভবানী কালী বাড়ির সামনে এলে
শিলিগুড়ি : মন্দিরের সামনে সারাদিন থাকেন ওরা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত মানুষ এখনো এই পৃথিবীতে আছে শিলিগুড়ি বিধান মার্কেটে মা ভবানী কালী বাড়ির সামনে ওরা বসে থাকেন। শিলিগুড়ি শহরের বহু জায়গায় আপনি পেয়ে যাবেন এই বয়স্ক মহিলাদের। মন্দিরে যারা প্রার্থনা করতে আসেন তারাই ওদের একমাত্র সহায়। ওদের একমাত্র সম্বল, ওদের যে কেউ নেই কে বলল ওদের কেউ নেই ওদের স্বয়ং ভগবান আছেন যিনি সব সময় বিরাজ করেন। ভগবান অসহায় দুস্থ মানুষের পাশেই থাকেন এভাবেই মানুষের পাশে থাকতে ভালোবাসেন। এদিকে বিধান মার্কেটে এইসব বয়স্ক পুরুষ এবং মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন প্রার্থনার আশায়। যদি কেউ কিছু দেন। সে চিন্তা এখনো মানুষের মধ্যে আছে। তবেই তো এত অসহায় মানুষের কষ্ট দেখেন ভগবান। তবে শুধু বিধান মার্কেট কেন? শহর শিলিগুড়িতে এমন প্রচুর মানুষ আছেন যারা এভাবেই চলেন। অসহায়ের পাশে ঈশ্বর আছেন। এটা বারবার প্রমাণিত।


