মহুয়া মৈত্র দিলীপ ঘোষ কে ব্যান করার দাবি জানালো ‘আরও শীতলকুচি হবে’ মন্তব্যের জেরে
বেস্ট কলকাতা নিউজ : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ব্যান করার দাবি জানালেন শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য৷ টুইটে তিনি তীব্র প্রশ্ন ছুড়ে দিয়েছেন এমনকি নির্বাচন কমিশনের উদ্দেশেও৷ মূলত কোচবিহারের শীতলকুচি রক্তাক্ত হয় চতুর্থ দফার ভোটে৷ এমনকি চার জন নিহত হন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে৷রাজ্যজুড়ে এমনকি ব্যাপক তোলপাড় পড়ে যায় সেই ঘটনায়৷ বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে বাহিনীর গুলি চালানো নিয়েও৷ বহু মানুষ প্রশ্ন তুলেছেন এমনকি লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার না-করে আগেই কেন গুলি চালানো হল এবং গুলি কেন হাঁটুর নীচে না-চালিয়ে বুকে চালানো হল, তা নিয়েও৷
তবে রবিবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন শীতলকুচির মর্মান্তিক ঘটনা নিয়ে৷তিনি এদিন বলেন, “সবে শুরু হয়েছে ৷ যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী শুধু বন্দুকটা এনেছে দেখাতে, তারা বুঝেছে ওই বন্দুকের গুলির কেমন গরম৷ আর এটা হবে সারা বাংলায়৷ যদি কেউ হাতে আইন নিতে আসে, যোগ্য জবাব দেওয়া হবে তাকে৷”
দিলীপের এই মন্তব্যের পরই সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল৷ এদিকে পালটা তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ টুইটে তিনি আরও লিখেছেন, “যদি দুষ্টু ছেলেরা আচরণ ঠিকমতো না-করে, তাহলে শীতলকুচির মতো ঘটনা আরও ঘটবে ৷ হুমকি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি৷ নির্বাচন কমিশন, আপনারা কি এই মানুষটাকে ব্যান করবেন ? নাকি আপনারা অপেক্ষা করবেন ব্যবস্থা নেওয়ার আগে ‘আত্মরক্ষায়’ আরও ৪ জনের নিহত হওয়ার জন্য?”