মাকুরের খুটখাট শব্দ এখন আর নেই তাঁতিপাড়ায় , বাংলার গামছা শিল্পীরা ক্রমশ কাজ হারাচ্ছে একে একে
বেস্ট কলকাতা নিউজ : খাঁ খাঁ রাস্তাঘাট। কোথাও কোন জনমানবের চিহ্ন মাত্র নেই। দু একটা কোকিলের ডাকের সঙ্গে দূর থেকে ভেসে আসছে মাকুরের খুটখাট শব্দ। খুটখাট শব্দে তাঁত যন্ত্রে চলছে গামছা বোনার কাজ। একষট্টি বছরের বৃদ্ধ পরিমল নাথ সুদক্ষ হাতে এই কাজটি একমনে করে যাচ্ছেন। একটা সময় ছিল যখন এই এলাকায় তাঁতিদের তাঁত যন্ত্রের শব্দে কানে তালা পরে যেত। সময় যত এগিয়েছে এক এক করে হারিয়ে গিয়েছে তাঁত যন্ত্রের সেসব শব্দ। যেমন হারিয়ে গিয়েছে এখানের আম গাছের বাগান। সব গাছ চোখের নিমেষে কেটে তৈরি হয় পাকাবাড়ি। প্রচুর আম গাছ ছিল বলেই এলাকার নাম হয় আমতলা। এখন শুধু নামটায় পড়ে রয়েছে। আর হাতে গোনা কয়েকটা আম গাছ। যেমন আমতলা তাঁতি পাড়ায় তাঁতি বলতে রয়েছে গিয়েছে পরিমল তাঁতি একজনই। আর বাকি সবাই পেশা বদলে অন্য কাজে। আর তাছাড়া হাতে বোনা গামছা এখন ব্যবহার করেই বা কজন? এমনিতেই কদর কমেছে তাঁতে বোনা কাপড়ের। সময়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে প্রাচীন বাংলার এই কুটিরশিল্প হারিয়ে যাচ্ছে।