মাটির নিচ দিয়ে যাবে বৈদ্যুতিক লাইন, বিশেষ বৈঠক আয়োজিত হল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এবং শিলিগুড়ি পুরসভার
শিলিগুড়ি : শহর শিলিগুড়ি জুড়ে, তৈরি হবে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন, এই নিয়ে হ্যাঁ গুরুত্বপূর্ণ আলোচনা হল শিলিগুড়ি পুরসভার সাথে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির। এদিন উপস্থিত মেয়র এবং ডেপুটি মেয়র এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি সকলে একমত হলেন । বর্তমান পরিস্থিতিতে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার লাগানো একান্তই জরুরী। শিলিগুড়ি মেগাসিটি হবে, তাকে অনেক পরিণত হতে হবে। পুরসভার এই পরিকল্পনা আছে, বহুদিন ধরেই, এদিনও তার কোনো ব্যতিক্রম হলো না। পৌরসভার তরফ থেকে জানানো হয় , শিগগির এই কাজ শুরু হবে। এবং তার বাস্তব রূপায়ণ করা হবে। এদিন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার দুজনেই জানান আমরা আশাবাদী এই কাজ খুব দ্রুত আরম্ভ হবে, এবং সেটা সফল হবে।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)