মাদারিহাটের ” রয়াল হেরিটেজ ক্যাম্প ” এখন পর্যটক দের আকর্ষনের এক প্রধান কেন্দ্রবিন্দু

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পঙ্কজ দত্তের রয়াল হেরিটেজ ক্যাম্প এখন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মাদারিহাটের এই রয়াল হেরিটেজ ক্যাম্প এখন আকর্ষণ করছে দক্ষিণবঙ্গের মানুষদেরও। মুল কারিগর হলেন শিলিগুড়ির পঙ্কজ দত্ত। তিনি জানান এটা আমার স্বপ্ন। এই ক্যাম্প এখন ভারতের সব জায়গায় চলে গেছে। শুধু পশ্চিমবঙ্গ নয় ধরতে গেলে গোটা ভারতের মানুষ চেনেন আমার এই রয়েল হেরিটেজ ক্যাম্পকে। আমি একেবারেই অন্যভাবে চিন্তা করেছিলাম। কারণ এখানে আমার সবচাইতে বেশি দরকার, এবং সবচাইতে বেশি আকর্ষণ করবে পর্যটকরা। তাদের জন্য আমি একটু অন্যভাবে চিন্তা করেছি। এক দুদিন থাকলে বোঝা যাবে কি আছে এখানে। মাদারিহাট এমনিতেই অন্য জায়গা থেকে আলাদা। আর আমার চিন্তা সেই জায়গা থেকে শুরু। এখন এখানে যে যে খাবার আপনি পাবেন অন্য জায়গায় সেটা পাবেন না। সন্ধ্যা বেলায় আপনি এখানে পাবেন সাঁওতালি ড্যান্স। যেটা না দেখতে পারলে আপনার জীবন সার্থক হবে না। নিচিন্তে আপনি উপভোগ করতে পারবেন মাদারিহাট এর সৌন্দর্য। আর খরচ খুব একটা বেশী নয়। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে আপনি সহজেই চলে আসতে পারবেন। পরিবারের সাথে ছুটির সময় কাটানো এক অসাধারণ সময়। পাহাড়ের সৌন্দর্যের সাথে পাল্লা দিতে প্রস্তুত এই মাদারিহাট , এবং আমার রয়াল হেরিটেজ ক্যাম্প । এমনটাই দাবি করলেন পঙ্কজ বাবু।

তিনি আরো জানান আমি নিজে দাবি করতে পারি যে কোন জায়গা থেকে আমার রয়াল হেরিটেজ ক্যাম্প কোনভাবেই কোন অংশ দিয়ে কম না। আমার আরো চিন্তাভাবনা আছে। জানালেন পঙ্কজ বাবু। বাইরে থেকে দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনাকে ভিতরে যেতে হবে। আপনার কাছে যদি ভালো ক্যামেরা থাকে এই জায়গার সৌন্দর্য আপনি খুব কম জায়গাতেই পাবেন। পুজোর আগে ভিড় লেগেই গেছে । মানুষ আসছেন আর থাকতে উপভোগ করছেন। তবে সত্যি না আসলে বুঝতে পারা যাবে না ” রয়াল হেরিটেজ ক্যাম্প ঠিক কোন জায়গায় আছে এখন। কিছু এমন এমন জিনিস আছে দৃষ্টি নন্দন। এবং আপনি যদি এখানে আসেন এবং থাকেন তবেই বুঝতে পারবেন। এমনটাই জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *