মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে অতি দ্রুততার সহিত চলছে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনকে আধুনিকরূপে গড়ে তোলার কাজ
নিজস্ব সংবাদদাতা: মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার ঐকান্তিক উদ্যোগে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গন রূপে গড়ে তোলার কাজ অতি দ্রুততার সহিত চলছে।পূর্তদপ্তরের বাস্তুকার বৃন্দের সহিত উক্ত কাজের অগ্রগতি পরিদর্শনে এলেন মেয়র গৌতম দেব। তিনি এদিন জানান কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ির গর্ব। এই স্টেডিয়াম কে আরো সুন্দরভাবে গড়ে তুলতে এবং সুষ্ঠুভাবে খেলাধুলা পরিচালনা করতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের অবদান আছে । বহু ঘটনার সাক্ষী এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে ঘিরে অনেক ঘটনা আছে। যেগুলি আমাদের কাছে এক অগ্রণী ভূমিকা পালন করে। যার মূল্য এক কথায় অনস্বীকার্য। তাই স্টেডিয়ামের সবকিছু ঠিক হওয়া প্রচন্ড জরুরি। আমি আজ এসে স্টেডিয়ামটা ঘুরে গেলাম এবং ভবিষ্যতের জন্য অনেক কিছু করবার পরিকল্পনাও থাকলো।


