মায়ের কামড়ের আঘাতে মৃত্যু তিন রয়েল বেঙ্গল টাইগারের শাবকের, শত চেষ্টা করেও বাঁচাতে পারলো না বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ
শিলিগুড়ি : বেঙ্গল সাফারিতে থাকা তিনটি রয়্যাল শাবকের মৃত্যু হল | মায়ের কামড়ে মৃত্যু হল তিন রয়্যাল শাবকের এমনটাই দাবি সাফারি কর্তৃপক্ষের । ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় বন দপ্তরে। তবে ঘটনা প্রসঙ্গে কিছু বলতে চায়নি পার্ক কর্তৃপক্ষ। জানা গেছে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিন শাবকের জন্ম দেয় । শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ । কিন্তু নাইট শেল্টারেই দু’দিনের মাথায় নিজের শাবককে কামড়ে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় বসায় রিকা।
তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায় এর জেরে । তিনটের মধ্যে দুটো শাবকের মৃত্যু হয়। অন্যটিকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ৷ এই ঘটনায় সম্ভবত হতাশ সাফারি কর্তৃপক্ষ। ভরা সিজেনে এই ঘটনায় একেবারেই হতাশ তারা। হতাশ দর্শকেরাও, ঘুরতে এসে এই সংবাদ শুনে তারাও একেবারে হতাশ হয়ে পড়েন। তিনজনে মারা যাওয়ায় আপাতত শাবক হীন হয়ে পড়ল শিলিগুড়ি সাধের বেঙ্গল সাফারি। মা রয়েল বেঙ্গল এরপর আপাতত শান্ত হয়ে এক কোনায় বসে থাকে বলেও খবর মেলে।