মালদার মেয়ে শ্রুতি মন্ডল অবশেষে সুযোগ পেলেন বাংলা ক্রিকেট দলে
নিজস্ব সংবাদদাতা : মালদার ১১ বছরের মেয়ে শ্রুতি মন্ডল (মিডিয়াম পেসার) এবারের অনুর্দ্ধা ১৪ রাজ্য দলে সুযোগ পেয়ে অবশেষে কোলকাতার ইডেনে ভেঙ্কটেশ প্রসাদের তত্বাবধানে প্রশিক্ষণ শুরু করলেন। এদিকে তার প্রতিভা দেখে অবাক অনেকেই । তার বাবা-মা জানিয়েছেন ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল শ্রুতির। বর্তমানে সে সুনজরে পড়ে যায় , প্রাক্তন ভারতীয় পেস বোলার ভেঙ্কটেশ প্রসাদের চোখে। বর্তমানে কঠোর অনুশীলনে আছে শ্রুতি। তার স্বপ্ন সে একদিন ভারতীয় দলে প্রতিনিধিত্ব করবে। এর জন্য সে ক্রিকেট ছাড়া অন্য কিছু একেবারেই ভাবছে না বলে জানায়।
