মিতালী এক্সপ্রেস এর পড়ে থাকা কামরা ফেরাতে অবশেষে উদ্যোগী হলো ভারতীয় রেল
নিজস্ব সংবাদদাতা : দু দেশের মধ্যে সম্পর্ক এখন তলা নিতে গিয়ে ঠেকেছে তাই রেল আর সময় নষ্ট করতে চাইছে না। বাংলাদেশে মিতালী এক্সপ্রেসের যত গুলি কামরা পড়ে আছে ফেরাতে উদ্যোগী হতে চলেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা হবে মিতালী এক্সপ্রেসের পড়ে থাকা কামড়াগুলি। এবং আপাতত সেটা ভারতীয় রেলের দায়িত্বেই থাকবে।
মূলত ,মিতালী এক্সপ্রেস ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করছে গত এক বছর আগের থেকে। বর্তমানে আপাতত তা বন্ধ হয়ে পড়ে আছে , দু দেশের সম্পর্কের কারণে। কোন অঘটন না ঘটলে আপাতত রেল চলার কোন সম্ভাবনাই নাই ভারতে এবং বাংলাদেশের মধ্য। তাই আপাতত মিতালী এক্সপ্রেসের পড়ে থাকা কামরাগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব ফেরাতে চাইছে ভারতীয় রেল। ইতিমধ্য উদ্যোগ নিতে শুরু করেছে ভারতীয় রেল। মিতালী এক্সপ্রেসের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা জানে না কেউই , তবে আপাতত এই রেল চলাচল বন্ধ রাখা হলো বলে জানা গেছে ভারতীয় রেলের তরফ থেকে। এই খবরটাকে খুশির খবর নয় বলে মনে করছে দুই দেশের রেল দপ্তরে আধিকারিকরা। তারা এও জানে যে মারাত্মক ক্ষতি হলো এ দেশের পর্যটনেরও।