মুখ্যমন্ত্রীর এবার পূর্ণাথীদের ছট পালনের আবেদন জানালো নিজেদের বাড়িতে বসেই
বেস্ট কলকাতা নিউজ : ২০ ও ২১ নভেম্বর ২ দিন ব্যাপী চলবে ছটপুজো৷ কিন্তু ছটপুজো নিষিদ্ধ করা হয়েছে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে৷ এছাড়া রয়েছে করোনা আবহ৷ ফলে পূর্ণাথীদের নিজেদের বাড়ি বা কাছাকাছি জলাশয়ে ছট পালনের আবেদন জানালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানালেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত আবেদন, এবার পারলে নিজেদের বাড়িতে থেকেই এবারের ছট পালন করুন পুণ্যার্থীরা। ধর্মাচরণ সম্ভব নিজের বাড়িতে থেকেও। না হলে আচার সম্পন্ন করুন বাড়ির কাছের কোনও জলাশয়ে। এমনকি প্রশাসন বিশেষ ব্যবস্থাও করেছে পুণ্যার্থীদের জন্য। মানতে হবে এমনকি হাইকোর্টের নির্দেশও।’

এছাড়া দুর্গা এবং কালীপুজো যেভাবে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে মুখ্যমন্ত্রী সেইভাবেই ছটপুজো পালন করার আবেদন করেছেন হিন্দিভাষীদের কাছে। বাজির ওপরে যে নিষেধাজ্ঞা রয়েছে তিনি সেই বিষয়টিকেও আরও একবার মনে করিয়ে দিয়েছেন৷মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন জটলা করে একইসঙ্গে গঙ্গা বা কোনও জলাশয়ের ধারে না যাওয়ারও৷